অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন যে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে। তিনি বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে বিচারের আওতায় আনা যেতে পারে।
বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক নজরুল এ কথা জানান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। এই হত্যাকাণ্ডগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করার বিষয়ে আইন বিশেষজ্ঞরা এটি খতিয়ে দেখছেন।
তিনি আরও জানান, বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যেসব ব্যক্তি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, “আমরা পত্রপত্রিকায় কিছু মন্ত্রীর নাম দেখেছি, তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এই সিদ্ধান্তের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানান অধ্যাপক আসিফ নজরুল।